মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

জিনিয়াস হলি ক্রস স্কুল ভর্তি কোচিং ২০২৩

SHARE


জিনিয়াস হলি ক্রস স্কুল ভর্তি কোচিং ২০২৩


হলি ক্রস স্কুলে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ভর্তিচ্ছুক প্রিয় শিক্ষার্থী এবং সন্মানিত অভিভাবকদের জিনিয়াস শিক্ষা পরিবারের পক্ষ থেকে অগ্রীম শুভেচ্ছা

💝💝💝
হলি ক্রস স্কুলে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবং অন্যান্য ক্লাসে ভর্তি পরীক্ষা নেয়া হয় না। তবে ১ম শ্রেণিতেও নতুন শিক্ষার্থী ভর্তি নেয় এর জন্য আপনাদের সরাসরি স্কুলে যোগাযোগ করতে হবে।
এইবার আসি শুধুমাত্র ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির ভর্তি কোচিং নিয়েঃ
অনেকেই এই পেইজে জিকরুল স্যারের জিনিয়াস হলি ক্রস ভর্তি কোচিং এর ব্যাপারে ইনবক্সে করেছেন।
হলি ক্রস স্কুলে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির লিখিত ভাইভা কিংবা ভর্তি পরীক্ষায় ভালো করতে চাইলে জিনিয়াসে ভর্তি কোচিং এ
এখন যোগাযোগ করে কোচিং এ নাম লিখিয়ে রাখতে পারেন।
কোচিং ক্লাস শুরুর সম্ভাব্য সময়ঃ অক্টোবর এর ২য় সপ্তাহ।
কোচিং এর ক্লাস অনলাইন অফলাইন উভয়ই থাকবে।
প্রথম ৫০ জন যারা নাম লেখাবেন তাদের কোচিং এ ভর্তি নেয়া হবে। ইতোমধ্যে ৪০+ শিক্ষার্থী নাম লিখিয়েছে।
নাম লেখানোর জন্য শিক্ষার্থীর নাম, স্কুলের নাম, শ্রেণি,ফোন নাম্বার 01767190993 এই নাম্বারে টেক্সট/এসএমএস করে রাখুন। শুধুমাত্র ৬ষ্ঠ, ৯ম শ্রেণির ভর্তি কোচিং এর জন্য।
আর স্কুল থেকে ফরম ছাড়বে অক্টোবর এর দিকে আশা করছি তখন সরাসরি ফরম কালেক্ট করে নিবেন স্কুলে গিয়ে।
জানিয়ে রাখি গতবছর লিখিত ভাইভা নিয়ে ভর্তি নেয়া হয়েছিলো হলি ক্রস স্কুলে। এর আগের বছরগুলিতে লিখিত ভর্তি পরীক্ষা হয়েছে। এবছর সরাসরি লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার সম্ভাবনা অনেক বেশি যেহেতু করোনা পরিস্থিতি সহনীয় আছে ইনশাআল্লাহ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নেই।
যাই হোক সর্বোচ্চ প্রস্তুতির জন্য এবং চর্চার মধ্যে থাকার জন্য এবং একই সাথে পরবর্তী ক্লাসে ওঠার উপযোগী গাইডলাইন এর জন্য জিনিয়াস ভর্তি কোচিং করতে পারো।

জিনিয়াস শিক্ষা পরিবারের মূল প্রোগ্রামগুলিঃ
হলি ক্রস স্কুলের ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির ভর্তি কোচিং
হলি ক্রস স্কুল ৬ষ্ঠ - ১০ম শ্রেণির প্রাইভেট ব্যাচ
হলি ক্রস কলেজ ভর্তির সেরা কোচিং
অফিসঃ ৪৬/১, হলি ক্রস কলেজের বিপরীতে,
হলি বুকস লাইব্রেরী সংলগ্ন, তেজগাও, ফার্মগেট,ঢাকা-১২১৫
ফোনঃ ০১৭৬৭১৯০৯৯৩ ০১৬০০১০৩২৯১

SHARE

Author: verified_user

https://zikrulsirfarmgate.blogspot.com/